শুরু হল গুরুত্বপূর্ণ সড়ক সংষ্কারের কাজ

কলকাতা: শুরু হয়ে গেল ডানকুনি থেকে বর্ধমান অবধি অতি গুরুত্বপূর্ণ ২ নম্বর জাতীয় সড়কের হাল ফেরানোর৷ কাজ শুরু করল জাতীয় সড়ক নিয়োজিত ঠিকাদারি সংস্থা। পুজোর আগেই এই রাস্তার বেহাল দশা ফেরানো হবে বলে দাবি করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। একইসাথে ডানকুনিতে চলছে নতুন রাস্তা বানানোর কাজ৷ 

ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত রাস্তার দু’পাশেই একাধিক ছোট বড় গর্ত ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। ২ নম্বর জাতীয় সড়ক ধরে প্রতিদিন কয়েক লক্ষ গাড়ি যাতায়াত করে। এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে পণ্যবাহী লরি। যার জেরে নিত্যদিন বেড়ে চলছিল দূর্ঘটনা। প্রাণ হারিয়েছেন একাধিক ব্যক্তি। অবশেষে সেই সংষ্কারের কাজ শুরু করা হল।