ভয়াবহ রূপ বদলেছে করোনার নয়া স্ট্রেন। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। একের পর এক হাসপাতালে কার্যত মৃত্যু মিছিল। দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার সম্পূর্ণ লকডাউন জারি করল কেরল প্রশাসন। ৮মে শনিবার সকাল ৬টা থেকে শুরু হবে এই লকডাউন। চলবে ১৬ মে পর্যন্ত। সিদ্ধান্ত নিয়েছে পিনারাই বিজয়ন প্রশাসন। গতকালই এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিল ৪২ হাজার জন। অন্যদিকে, দেশে আসছে করোনার তৃতীয় ঢেউ। সতর্ক করলেন সরকারের শীর্ষ বৈজ্ঞানিক পরামর্শদাতা। করোনাভাইরাসের তৃতীয় ঢেউ হবেই, এমন মন্তব্যই করেছেন তিনি।