শীত ফিরল বঙ্গে

বুধবার স্বাভাবিক ভাবেই শীত শীত ভাব কিছুটা হলেও ফিরেছে। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। এবার ক্রমশ বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি। এ দিন সকালে কিছুটা হলেও শীত শীত অনুভূত হচ্ছে। একই ভাবে, দক্ষিণবঙ্গের অন্যান্য প্রান্তেও তাপমাত্রা কমেছে। এ দিন দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল পুরুলিয়া। মঙ্গলবার সারা দিন কুয়াশার দাপট থাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। সপ্তাহান্ত থেকে পারদ ফের বাড়তে পারে।