শীত উধাও দক্ষিণবঙ্গে

আবহাওয়ার খামখেয়ালিপনায় জানুয়ারির প্রথম সপ্তাহ তথা ভরা পৌষেই বসন্তের ছোঁয়া রাজ্য জুড়ে, বিশেষত দক্ষিণবঙ্গে। অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে শীত উধাও। কলকাতায় এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা জানিয়েছে, শীতের এই আচমকা উধাও হয়ে যাওয়ার পেছনে রয়েছে দুটো কারণ। একটা হল উত্তর ভারতে হানা দেওয়া পশ্চিমী ঝঞ্ঝা এবং আরও একটা হল বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়। যৌথ চাপের ফলে এই আবহাওয়া।