শীতের রাতে দূরপাল্লার গাড়ি চালকদের ঘুমের ঘোর কাটাতে গভীর রাতে চা পানের ব্যবস্থা করল মালদা জেলা পুলিশের। এই ব্যতিক্রমী ঘটনায় প্রশংসিত পুলিশ । সূত্রের খবর শীতের হাড়কাপুনি ঠান্ডায় রাতে গাড়ি চালানো খুব কষ্টকর। মাঝে মাঝে লরি চালকদের ঘুম পেয়ে যায়।এমন অবস্থায় দুর্ঘটনাও ঘটে অনেক। এই দুর্ঘটনা রুখতেই অভিনব ব্যবস্থা করল পুলিশ।শুক্রবার গভীর রাত থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত মালদা শহরের রথবাড়ি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের এই অভিনব উদ্যোগ নেয় জেলা ট্রাফিক পুলিশের কর্তারা। এদিন অধিকাংশ ভিন রাজ্যে চলাচলকারী পণ্যবাহী লরি , সরকারি, বেসরকারি বাস চালকদের বিশেষ করে চা, কফি পান করানোর ব্যবস্থা করানো হয়। ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদার বিভিন্ন যানবাহন সংগঠনগুলি।
মালদা জেলা ট্রাফিক ওসি বিটুল পালের নেতৃত্বে বিভিন্ন যানবাহন চালকদের চা , কফি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। রথবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ি থামিয়ে চালকদের হাতে চা এবং কফির কাপ তুলে দেওয়া হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। প্রথমে বিষয়টি নিয়ে অনেক চালকেরাই অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে পুলিশের এই উদ্যোগ দেখে খুশি প্রকাশ করেছেন বিভিন্ন যানবাহন চালকেরা। ওসি জানিয়েছেন, শীতের মধ্যে যাতে দূরপাল্লার যানবাহন চালকদের ঘুমের ঝোঁক চলে আসে । সে ক্ষেত্রে এদিন জাতীয় সড়কের চা কফি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে ।