শীতলকুচি কাণ্ডে জবাব চাইলো হাইকোর্ট

চলতি বছর ভোট পর্বের সময়ই উত্তাল হয়েছিল শীতলকুচি। সেই ঘটনা অজানা নয় কারোরই। সেই শীতলকুচি কাণ্ডে রাজ্যের তদন্তের অগ্রগতি নিয়ে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট৷ আগামী ১১ই নভেম্বর রাজ্য সরকারের হলফনামা তলব করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। গত ১০ এপ্রিল রাজ্যের চটুর্থ দফা নির্বাচনে শীতলকুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার যুবকের মৃত্যু হয়৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি৷ শুরু হয় রাজনৈতিক তরজা৷ শীতলকুচি কাণ্ডয় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়। প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণনের বেঞ্চে মামলাটি দায়ের করেন ফিরদৌস শামিম নামে এক ব্যক্তি। কিন্তু গুলি চালানোর ঘটনায় তদন্ত কতদূর এগোলে তা জানতে চেয়ে এবার রাজ্যের হলফনামা চাইল আদালত৷ 

এই ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিলী ঘোষ বলেছিলেন, ‘‘এর পরেও বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।” তাঁর মন্তব্য রীতিমত শোরগোল ফেলে৷ এখানেই থামেননি তিনি৷ প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি আরও বলেছিলেন, “বাংলায় আর দুষ্টু ছেলে থাকবে না। যারা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনীর বন্দুকটা শুধু দেখানোর জন্যই, তারা বুঝে গিয়েছে ওর ভিতরে থাকা গুলির কী জোর! মাথায় রাখবেন কেউ বাড়বাড়ি করলে পাড়ায় পাড়ায় শীতলকুচি হবে।”