শিল্পপতি আম্বানির বাড়ির বিস্ফোরক ঘটনায় গ্রেফতার আরও এক

শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক সমেত একটি গাড়ি উদ্ধার হয় বেশ কয়েয় মাস আগে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেশজুড়ে। বিস্ফোরক-সহ গাড়ি রাখার ঘটনায় গ্রেফতার আরও এক। মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলা মামলায় এনকাউন্টার স্পেশ্যালিস্ট প্রদীপ শর্মাকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা। এনকাউন্টার স্পেশালিষ্ট হিসেবে অপরাধ জগতে ‘কুখ্যাতি’ ছিল তাঁর। তাঁর মুম্বইয়ের বাড়িতে অভিযান চালানোর পরই শিব সেনা নেতা তথা মুম্বই পুলিশের প্রাক্তন অফিসার শর্মাকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই ষড়যন্ত্রের নেপথ্যে আরও বেশ কয়েকজন রাঘব বোয়াল রয়েছেন বলেও মনে করছেন গোয়েন্দারা। প্রদীপ শর্মাকে জেরা করে সেই রহস্যের সমাধান হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ি ‘অ্যান্টিলা’র সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ২০টি জিলেটিন স্টিক পাওয়া যায়। তদন্তে উঠে আসে একাধিক বিস্ফোরক তথ্য। এরপরে রহস্য আরও গভীর হয়।

নয়ের দশকে মুম্বইয়ের অন্ধকার জগতের ত্রাস হয়ে উঠেছিলেন শর্মা। বাণিজ্য নগরীর উত্তাল সেই দিনগুলিতে তাঁর বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল একাধিক গ্যাংস্টার। ২০১৯ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি থেকে বিদায় নিয়ে শিব সেনায় যোগ দিয়ে নির্বাচনে নামেন শর্মা।