শিলিগুড়ি পৌঁছল বিজেপির রথ, অনুপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধি

যে উদ্যম নিয়ে শুরুটা হয়েছিল , শিলিগুড়িতে উধাও সে চিত্র। কোচবিহার, আলিপুরদুয়ারে যে বিজেপির রথ যাত্রায় যেভাবে হাই প্রোফাইল বিজেপি নেতৃত্বরা এসে রথের সূচনা করেছিলেন, শিলিগুড়িতে সেই রথ ঢুকল অনেকটা আড়ম্বরহীন ভাবে। এদিন জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঢোকে সকাল দশটা নাগাদ। এই রথ শিলিগুড়ির বাইপাসে ফুলেশ্বরিতে এসে পৌঁছায়।এদিন এই পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, সাংসদ জয়ন্ত রায়, রাজু বিস্তা, শিলিগুড়ি সাংগঠনিক এবং জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্বরা। বিজেপি সাংসদ রাজু বিস্ট এদিন অনুষ্ঠানে জানান , এই পরিবর্তন যাত্রা রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে । এই যাত্রা সুশাসনের জন্য। এই যাত্রায় কর্মীদের আগামী তিনমাস পার্টির জন্য পরিশ্রম করার আহবান জানান। সাংসদ জানান আসন্ন ভোটে তৃণমূলকে সিংহাসন চ্যুত করতে আরো বেশি সক্রিয় হতে বলেন।

বিজেপি সুত্রে জানা গিয়েছে শিলিগুড়ির ঘোঘমালি থেকে সুভাষ পল্লী হয়ে হিলকাট রোডের প্রতিটি মন্ডল কমিটি হয়ে যাবে এই পরিক্রমা করবে এই পরিবর্তন যাত্রা।বিজেপির কর্মী ও সমর্থকদের ভীড় ছিল চোখে পড়ার মত।শহরের মধ্যে দিয়ে এই পরিবর্তন যাত্রা যাওয়ার সময় যাতে কোন অপ্রীতি কর ঘটনা না ঘটে তার জন্য পুলিশি নিরাপত্তা ছিল কঠোর।