শিলিগুড়ির দীর্ঘদিনের দাবি ক্রিকেট স্টেডিয়াম তৈরিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ক্রিকেট লাভার্স এসোসিয়েশন । জানা গিয়েছে আন্তর্জাতিক দিক গুরুত্বপূর্ন তথা উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হোক এদাবী দীর্ঘদিনের । শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী তে ১৫ একাডে ক্রিকেট গ্রাউন্ড তৈরী করার দাবি জানিয়ে মনোজ ভার্মার নেতৃত্বে পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাত দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল এই সংগঠনের সদস্যরা ।
ক্রিকেট লাভার্স এসোসিয়েশন পক্ষ থেকে মনোজ বার্মা জানান সংগঠন পক্ষ থেকে শিলিগুড়িতে শিগ্রিই এক ক্রিকেট গ্রাউন্ড তৈরী করার দাবি জানানো হয়েছে । তিনি জানান ক্রিকেট গ্রাউন্ড না থাকায় শিলিগুড়িতে ক্রিকেট খেলোয়াড়দের ভীষণ অসুবিধে হয় । তারা ভালো করে প্রাকটিস করতে পাচ্ছে না । গত কয়েকবছর ধরে শিলিগুড়ি থেকে উঠে এসেছে একাধিক প্রতিভাবান ক্রিকেটার । ঋদ্ধিমান সাহা থেকে রিচা ঘোষ, আনোয়ার হোসেন, সহ একাধিক ক্রিকেটার সুযোগ পাচ্ছে । এছাড়াও পরিকাঠামো উন্নত হলে শিলিগুড়ি সহ পাহাড় তথা সমগ্র উত্তরবঙ্গ খেলাধুলার জগতে খুব এক আলাদা স্থান অর্জন করে নেবে তা বলাই বাহুল্য ।