শিলিগুড়িতে কোভিড রোগীরা বেড পাচ্ছেনা- অভিযোগ সায়ন্তন বসুর

শিলিগুড়ির করোনা পরিস্থিতি যে ভয়াবহ তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন বিরোধী সব রাজনৈতিক দল। এমনকি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কোভিডের স্পেশাল অন ডিউটির প্রধানও উত্তরের সবজেলা ঘুরে করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কার বাণী শুনিয়েছেন। এমত অবস্থাতেও স্বাস্থ্য দপ্তরের উদাসীনতায় প্রশ্ন তুলেছে একাধিক বিরোধী নেতারা। এমনকি শিলিগুড়ির করোনা পরিস্থিতির ভয়াবহ আশঙ্কার কথা জানিয়ে শিলিগুড়ির বিধায়ক তথা পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য্যও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।
এবার শিলিগুড়ির করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের ব্যবস্থায় প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

এদিন শিলিগুড়িতে কর্মীদের সঙ্গে চা-চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শিলিগুড়িতে কোভিড রোগীরা বেড পাচ্ছেন না। বেসরকারি হাসপাতাল গুলি ৬৫ বছরের বেশি বয়সের কোভিড রোগীদের ভর্তি নিচ্ছে না। দুটি কোভিড হাসপাতালে কোনো বেড খালি নেই । রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাদের কাজ নিয়ে এদিন প্রশ্ন তোলেন তিনি। এর পাশাপাশি তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী কেন্দ্রকে জানাচ্ছে করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা করছে রাজয়ম অথচ টাকা ছাড়া করোনা রোগীদের কোনো চিকিৎসা হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলি ইচ্ছামতো বিলের কাগজ ধরিয়ে দিচ্ছে রোগীর পরিবারকে।