শিলিগুড়িতে Honda BIg-Wings

শিলিগুড়িতে খোলা হল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের (এইচএমএসআই) হোন্ডা বিগউইং। এটির ঠিকানা – টপ প্লাজা, সেভক রোড, শিলিগুড়ি। এইচএমএসআই-এর ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) ইয়াদবিন্দার সিং গুলেরিয়া বলেন, শিলিগুড়িতে বিগউইং খুলতে পেরে তারা খুবই আনন্দিত। এই নতুন প্রিমিয়াম আউটলেটের মাধ্যমে হোন্ডার মোটরসাইকেলগুলিকে শিলিগুড়ির গ্রাহকদের আরও কাছাকাছি নিয়ে যেতে চান এবং প্রিমিয়াম মোটরসাইকেলের মিড-রেঞ্জ তাদের কাছে পৌঁছে দিতে চান। উল্লেখ্য, গত বছর গুরগাঁওয়ে হোন্ডা টুহুইলার্স ইন্ডিয়ার প্রিমিয়াম মোটরসাইকেল বিজনেস নেটওয়ার্কের ভিত্তিস্থাপন করা হয়েছে বিগউইং টপলাইন উদ্বোধনের মাধ্যমে। বড় মেট্রো শহরগুলিতে হোন্ডার প্রিমিয়াম মোটরসাইকেল রিটেল ফরম্যাটের সামনের সারিতে রয়েছে বিগউইন টপলাইন ও অন্যান্য স্থানে বিগউইং। হোন্ডা বিগউইং টপলাইনে থাকবে হোন্ডার সম্পূর্ণ প্রিমিয়াম মোটরসাইকেল রেঞ্জ এবং বিগউইংগুলিতে থাকবে হোন্ডার মিড-সাইজ মোটরসাইকেলগুলি।