শিলিগুড়ি পৌরনিগম এলাকায় আরো একটি শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নেয় শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ড। শিলিগুড়ি 42 নম্বর ওয়ার্ডের সরোজিনী কলোনিতে মহানন্দা নদীর পাড়ে প্রায় আড়াই একর জমিতে ওই শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। সোমবার শ্মশানঘাট নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভে নামে এলাকাবাসীরা। কোনোভাবেই ওই এলাকায় শ্মশানঘাট নির্মাণ করতে দেওয়া যাবে না বলে দাবি করে বিক্ষোভ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশবাহিনী। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর অভিযোগ করে বলেন, এলাকায় উন্নয়নের অনেক কাজ রয়েছে। সেগুলো করা হচ্ছে না। সেগুলো না করে শ্মশান ঘাট কোনভাবেই নির্মাণ করতে দেওয়া যাবে না। এতে সাধারণ মানুষের সমস্যা মুখে পড়তে হবে। পাল্টা বিক্ষোভকারীদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিয়েছেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। তিনি বলেন, বহিরাগতদের দিয়ে সেখানে বিক্ষোভ করে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। আমি সতর্ক করে বলে দিচ্ছি যারা মহানন্দা থেকে বালি পাথর চুরি করছে এবং মহানন্দার পারে অবৈধ নির্মাণ করছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। সবাইকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। কোমরে দড়ি দিয়ে জেলে ঢোকানো হবে। সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে ওই কাজ করা হচ্ছে। সরকারি কাজে কোনভাবেই বাধা দেওয়া যাবে না।