শিখর ধাওয়ান তার ছেলের স্লেজিংয়ের মুখে পড়লেন

শিখর ধাওয়ান লকডাউনের সময় বাড়িতেই সময় কাটাচ্ছেন। করোনাভাইরাসের দাপটে বিশ্ব জুড়ে সকলেই গৃহবন্দি। সে সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি। ব্যাতিক্রম নন ভারতের ক্রিকেটাররাও। আর তার মধ্যেই চলছে তাঁদের নানা রকমের কাজ-কর্ম যা উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়ও। এ বার ছেলের সঙ্গে ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করলেন শিখর ধাওয়ান। আর সেই ক্রিকেটের নাম দিলেন ‘কোয়ারান্টাইন প্রিমিয়ার লিগ’ ম্যাচ। শিখর ধাওয়ান তাঁর পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘‘কোয়ারান্টাইন প্রিমিয়ার লিগ কা সবসে গ্রিপিং মুমেন্ট ধাওয়ান বনাম ধাওয়ান।” চলতি মহামারী গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। সুস্থ থাকতে ঘরেই থাকতে হচ্ছে মানুষকে। কতদিনে এই পরিস্থিতির হাত থেকে মুক্তি হবে তা কারও জানা নেই।