“শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে নিশীথ প্রামানিক”

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের সম্মুখীন হলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক। কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নেওয়ার দিনেই তিনি মাধ্যমিক না স্নাতক পাশ তা নিয়ে প্রশ্ন তুলেছেন জোড়াফুল শিবিরের কোচবিহার জেলার সভাপতি তথা কোচবিহারেরই প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় । নেটমাধ্যমে এ নিয়ে আক্রমণ করেছেন নিশীথ প্রামানিক কে। দলীয় সাংসদকে আক্রমণের জবাব দিয়েছে গেরুয়াশিবিরও।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফার সরকারের প্রথম বার মন্ত্রিসভার সম্প্রসারণ। সেই মন্ত্রিসভার তরুণ মুখ নিশীথ। তাঁকে নিশানা করেই ফেসবুকে কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ লেখেন, ‘শুনলাম কোচবিহারের সাংসদ মন্ত্রী হচ্ছেন। বেশ ভাল কথা। কিন্তু লোকসভার সাইট খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ। ওয়েবসাইটে সাংসদ মহাশয়ের শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছে B.C.A (Bachelor of Computer Application)। কিন্তু ভোটে দাঁড়ানোর সময় হলফনামায় লেখা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। আমি না বিষয়টি বুঝতে পারলাম না! কেউ কি বোঝাবেন নাকি সাংসদ মহাশয় নিজেই বিষয়টি খোলসা করবেন। সামাজিক মাধ্যমেই কোচবিহারের মানুষের কাছে প্রশ্ন রাখলাম।’