শিক্ষকদের মান এবং দক্ষতা বাড়াতে অনলাইনে বিশেষ প্রশিক্ষণ

লকডাউনে বন্ধ স্কুল কলেজ। উচ্চ প্রাথমিক, হাইস্কুল , কলেজে অনলাইন পদ্ধতিতে পড়াশোনা চললেও প্রাথমিক স্কুলগুলিতে এই ব্যবস্থা বন্ধ রয়েছে।এদিকে কোভিড পরিস্থিতি নতুন শিক্ষাবর্ষও কয়েকমাসের মধ্যে শুরুর সম্ভাবনা এই অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের মানোন্নয়ন এবং দক্ষতা বাড়াতে অনলাইনে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিল জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা জেলা।

আগামী একমাসের মধ্যেই জেলার সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ পর্ব শেষ হবে বলে জানা গিয়েছে। সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক মানবেন্দ্র ঘোষ বলেন, ভিডিওর মাধ্যমে কোর্স মেটেরিয়াল তৈরি করে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হল মোবাইল অ্যাপের সাহায্যে।প্রাক- প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠ্যবিষয়ে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছে রাজ্য সমগ্র শিক্ষা মিশন।সেইমতো কাজ চলছে।বাংলা মাধ্যমের ৪ হাজার দুশো তেত্রিশ জন ও অন্য মাধ্যমের সাতশো আট (৭০৮) জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এই প্রশিক্ষণের আওতায় আসবেন।