শহিদ করোনাযোদ্ধাদের স্মৃতিতে তৈরি হবে স্মারক

করোনার বিরুদ্ধে লড়াইয়ে রোজই মৃত্যুর সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে রয়েছেন চিকিৎস, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী ও প্রশাসনিক কর্তারাও। রবিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চন্দননগরের এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দায়িত্বে ছিলেন তিনি। 

জানা গিয়েছে সম্প্রতি নিউ টাউনে করোনা যোদ্ধাদের স্মরণে স্মারক বানানোর পরিকল্পনা করে হিডকো। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন যে সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী ও প্রশাসনিক আধিকারিকরা, তাঁদের স্মৃতির উদ্দেশে স্মারক তৈরি হবে কলকাতায়। কলকাতা লাগোয়া নিউ টাউনে তৈরি হবে এই স্মারক। তাতে খোদাই করা থাকবে করোনার বিরুদ্ধে ময়দানে নেমে শহিদ প্রত্যেকের নাম। হিডকোর সদর দফতরের কাছেই এজন্য আধ একর জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে গড়ে তোলা হবে সুদৃশ স্মারক।  হিডকোর তরফে জানা গিয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকটি বেসরকারি সংস্থাকে স্মারকের নকসা জমা দিতে বলা হয়েছে। চলতি মাসের মধ্যেই জমা দিতে হবে নকসা। তার পর তা পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।