শহরবাসীর জন‍্য খুব কম দামে ওষুধ সরবরাহের ব‍্যবস্থা করল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি

সাধারণ মানুষকে কম দামে সমস্ত জীবনদায়ী ওষুধ সরবরাহ করার জন্য একটি সেন্টার খুলল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি। জানা গেছে এদিন জলপাইগুড়ি শহরে আনুষ্ঠানিকভাবে সুলভ মূল্যের এই ওষুধের দোকান ভবনের উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। উপস্থিত ছিলেন ডেঙ্গুয়াঝার চা বাগানের সিনিয়র ম্যানেজার জীবনচন্দ্র পান্ডে, রেডক্রস সোসাইটি‌র অন‍্যতম কর্মকর্তা সুব্রত সরকার প্রমুখ।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে রেডক্রসের উদ্যোগে এই ওষুধের দোকান চালু করা হয়েছে। এর আগে জলপাইগুড়ি শহরের কেরানিপাড়া এলাকায় খোলা হয়েছে এই লো কষ্ট জেনেরিক মেডিসিনের একটি সেন্টার। অন‍্যান‍্য ওষুধের দোকানের তুলনায় এখানে প্রায় ৩০ শতাংশ কম দামে ওষুধ কিনতে পারবেন জলপাইগুড়ি শহরের মানুষ। বাইরে থেকে আসা ক্রেতারাও একই ছাড়ে ওষুধ কিনতে পারবেন। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক সুব্রত সরকার বলেন, জলপাইগুড়ির মানুষের সুবিধের জন্য‌ই তাদের এই প্রচেষ্টা।