রাজ্যের মন্ত্রীসভার গঠন হতেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার দ্বিতীয় ঝড়ে কাঁপছে বাংলা। এই পরিস্থিতি সত্ত্বেও রাজ্যে এবার ইদের মুখে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে ৫০ জনকে নিয়ে এই অনুষ্ঠান করা যাবে। পাশাপাশি জানিয়েছেন রাজ্যের সব নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া হবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই জন্য টিকা চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠিও লেখেন তিনি। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাংলায় করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। যদিও রাজ্যে সম্পূর্ণ লকডাউন চালু করা হয়নি।