দেশের রাজধানী দিল্লিতে সরকারের কেন্দ্রীয় ভিস্তা প্রকল্পে স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। তবে এই পরিস্থিতিতে সেখানে কিছু করতে যাচ্ছে না, একথাও বলে শীর্ষ আদালত। ওই প্রকল্পটির জন্যে আনুমানিক ২০,০০০ কোটি টাকা ব্যয় হবে। আসলে দিল্লির লুটিয়েন্স জোনে একটি নতুন সংসদ ভবন গড়ার চেষ্টা করছে সরকার, সেটিই হল ভিস্তা প্রকল্প, সেখানে থাকবে অন্যান্য কেন্দ্রীয় সরকারি দফতরও। সম্প্রতি এই প্রকল্পটিই বন্ধ করার অনুরোধ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়। সেই প্রসঙ্গে দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, “এই প্রকল্পের বিরুদ্ধে করা একই রকম আরও একটি আবেদন আদালতে মুলতুবি রয়েছে। করোনা পরিস্থিতি চলাকালীন কেউ সেখানে কিছু করতে যাচ্ছেন না এবং তার দরকারও নেই”।