করোনা আবহে লকডাউনে শিথিলতা আসলেও বাজারে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। একদিকে যখন দেশের অর্থনীতি ধুঁকছে, মানুষের কাজের ক্ষেত্র কমেছে সেইসময় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সবজির অস্বাভাবিক দাম শুনে কার্যত মাথায় হাত গরিব থেকে মধ্যবিত্ত মানুষদের। অন্যান্য বছরে এই সময়ে সবজির দাম অনেকটা কম থাকলেও এবছর সবজির দাম কমার লক্ষণই নেই। চালের চেয়ে সবজির দাম বৃদ্ধিতে আলুসেদ্ধ জোটাও মুশকিল এই ঘুরে দাঁড়ানোর সময়ে।
বাজারে আলু ৪০, পেঁয়াজ ৭০, স্কোয়াশ ৩০,পটল ৬০, টম্যাটো ১০০ থেকে ১২০, লঙ্কা ২০০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা কেজি, লাল শাক , যে কোনো শাকের আটি ২টা ২০ টাকার নীচে নেই, পেঁয়াজ কলি ২৫০ গ্রাম ৬০ টাকা , ফুলকপি ও বাঁধাকপি ৮০ টাকা। বাজারে সবজির এই অগ্নিমূল্যে সমস্যায় সাধারণ মানুষ। কয়েকমাস আগে আলুর দাম নিয়ন্ত্রণে রাজ্যসরকার আলুর স্টল লাগিয়ে বিক্রি করলেও পুজোর আগে তা উধাও। বাজারের এই সবজির দাম বৃদ্ধিতে টাস্কফোর্সের দেখা নেই বলেও অভিযোগ