লাগবে না কোনও অনুমোদন, স্যানিটাইজার বিক্রি করতে পারেন যে কেউ

যে কেউ হ্যান্ড স্যানেটাইজার বিক্রি করতে পারেন। করোনার বাড়়বাড়ন্তে হ্যান্ড স্যানেটাইজার বিক্রির জন্য মজুতও করতে পারেন যে কোনও ছোট বড় ব্যবসায়ী। এর জন্য কোনও অনুমতিপত্র লাগবে না। করোনা বাড়বাড়ন্তে দূরদূরান্তে স্যানিটাইজার পৌঁছে দিতে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

সরকারি গ্যাজেটে সোমবার প্রকাশিত স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, আপৎকালীন তৎপরতায় এই নিয়ম লাগু হচ্ছে। অনুমোদন ছাড়াই যে কোনও ব্যক্তি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে পারবেন, তবে এক্সপায়ারি ডেট পার করা দ্রব্য বিক্রি করা চলবে না। করলে তা ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের আওতায় অপরাধ বলে বিবেচিত হবে।