করোনার দাপটে আতঙ্কিত রাজ্য বাসি। এর পাশাপাশি ভ্যাক্সিন কেন্দ্র গুলিতে লাইনে দাঁড়িয়েও চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি ফার্মেসী কলেজ ক্যাম্পাসের ভ্যাক্সিন কেন্দ্রে শুধু ভোর হতে বাকি, এর মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকেন অপেক্ষারতরা, কখন দরজা খুলবে, কখন মিলবে ভ্যাক্সিন। অনেকেরই প্রথম ডোজ মিললেও দ্বিতীয় ডো্জ মেলেনি সময় মতো, এতে আতঙ্ক বেশ বাড়িয়ে দিচ্ছে। লাইনে দাঁড়িয়ে অনেকেরই হাতে প্রথম ডোজের শংসাপত্র। লাইনে দাড়িয়ে রয়েছেন অনেকেই ৪৫ বছর উর্ধ্বে। লাইন ঠিক রাখতে ভ্যাক্সিন কেন্দ্রের দরজা খোলার আগেই নিজেরাই বানিয়ে ফেলেছেন নামের তালিকা। এখন দেখার, বেলা বাড়ার সাথে সাথে কত জন লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন নিয়ে বাড়ি যেতে পারলেন।