বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে মূল্যবান গাছ কেটে চেরাই করে সাইকেলে করে বনবস্তি হয়ে পাচার করছিল পাচারকারীরা। অভিযান চালিয়ে কাঠ পাচার রুখে দিল বনকর্মীরা । বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ির পি এম জি এলাকা দিয়ে সাতজন পাচারকারী সাতটি সাইকেলে করে মূল্যবান কাঠ পাচার করছিল ।খবর পেয়ে বনদপ্তরের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা লতাবাড়ি পি এম জি এলাকায় অভিযান চালায় বনকর্মীদের দেখে পাচারকারীরা কাঠ বোঝাই সাইকেল ছেড়ে এলাকা থেকে পলায়ন করতে সক্ষম হয় । বনকর্মীরা লক্ষাধিক টাকা মূল্যের প্রচুর কাঠ উদ্ধার করে উদ্ধারকৃত কাঠ পানা রেঞ্জ কারয্যালয়ে নিয়ে আসা হয়েছে।