রাজ্য সরকার কোভিড-১৯ প্রতিরোধে ইতিমধ্যেই সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আরও কিছু নির্দেশ জারি করা হল। কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার যে সব এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সেই নির্দেশ কার্যকর থাকবে।
সরকারি নির্দেশ অনুসারে, চলতি সপ্তাহে, আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার, ২৫ জুলাই শনিবার এবং সামনের সপ্তাহে ২৯ জুলাই বুধবার গোটা রাজ্য সম্পূর্ণ ভাবে লকডাউন থাকবে। লকডাউনের পরবর্তী দিনগুলো যথাসময়ে আগাম জানিয়ে দেওয়া হবে।