লকডাউন জারি করার পরামর্শ শীর্ষ আদালতের

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যেভাবে মাথাচাড়া দিয়েছে তাই আতঙ্কের কারণ হয়ে উঠেছে। তৃতীয় ঢেউ আসার আগে লকডাউন জারি করাই যথাযথ এমনটাই পরামর্শ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট।  ভারতের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কোভিডের সংক্রমণ রোধে ভবিষ্যতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে পরিকল্পনা করতে হবে।  ভাইরাসকে থামাতে লকডাউনের ব্যাপারে ভেবে দেখার কথা বলা হলেও, লকডাউনের ফলে মানুষ যাতে আর্থিক সমস্যায় না পরেন সেদিকে খেয়াল রাখার কথাও বলা হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন  ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩২ জন, মৃত্যু হয়েছে ৩৪১৭ জনের। মোট করোনায় আক্রান্ত  ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪ জন। মুখ থুবড়ে পড়েছে দেশের হাসপাতাল পরিকাঠামোগুলি, তার ওপর রয়েছে প্রয়োজনীয় অক্সিজেনের অভাব। সংক্রমণকে রোধ করাই লড়াইয়ের এক মাত্র উপায়, এই কথা মাথায় রেখেই লকডাউনের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।