আগামী রবিবার অর্থাৎ ৩১ মে তারিখে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতিতে আদৌ লকডাউন তোলা হবে কিনা তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে লকডাউনের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ চলতি লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা সেবিষয়েই নাকি আলোচনা করেছেন। বর্তমান পরিস্থিতিতে ঠিক কী কৌশল নেওয়া যায় তা নিয়েও দু’জনে আলোচনা করেছেন বলে খবর। কেননা ২৫ মার্চ তারিখ থেকে একটানা দেশে লকডাউন চলছে। ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে। করোনা সংক্রমণ থেকে নিজেদের বাঁচিয়ে কীভাবে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে পারে ভারত তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। সামগ্রিকভাবে এইসহ বিষয় নিয়েই আলোচনায় বসেন মোদি-শাহ জুটি।
লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হবে কিনা তাই নিয়েই ভাবনাচিন্তা চলছে।
