লকডাউনের মধ্যেই গৃহপরিচারিকার শেষকৃত্য সম্পন্ন করলেন গৌতম গম্ভীর। যদিও লকডাউনের মধ্যে মৃতার অস্থিভস্ম তাঁর ওড়িশার বাড়িতে পাঠানো সম্ভব হয়নি বলেই খবর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। তিনি লেখেন, “সরস্বতী পাত্র আমার সন্তানের অভিভাবক ছিলেন। কোনওদিন তাঁকে পরিচারিকার চোখে দেখিনি। সবসময় আমরা ওকে পরিবার মনে করেছি। তাই এই দুঃসময়ে ওর শেষকৃত্য সম্পন্ন করা আমার কর্তব্য।” তিনি আরও লিখেছেন, “সামাজিক অবস্থা, ধর্ম, বর্ণ, গোত্রের বাইরে সর্বদা মর্যাদাকে প্রাধান্য দিয়েছি। আমি মনে করি এতেই সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। ওম শান্তি!”