লকডাউনের দিনে দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ অফিসার

লকডাউনের ভোরে দুর্ঘটনায় প্রাণ গেল কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়। শুক্রবার লকডাউনের দিন সাতসাকেল ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে হুগলির দাদপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। সাতসকালে দাঁড়িয়ে থাকা ১২ চাকার বালির লরির পিছনে ধাক্কা মারে একটি চার চাকার গাড়ি।

তিনি বর্তমানে রাজ্য পুলিশের ১২ নম্বর ব্যাটেলিয়ানের কম্যান্ডিং অফিসার ছিলেন। বেহালা পর্ণশ্রীর বাসিন্দা ওই অফিসারের পোস্টিং ছিল শিলিগুড়িতে। ওই পুলিশ আধিকারিক–সহ ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর গাড়িচালক ও নিরাপত্তারক্ষীর। দেহ তিনটি হুগলির ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি ছিলেন দেবশ্রী চট্টোপাধ্যায়। ২০১০ সালে উত্তর বন্দর থানায় ওসি হন তিনি। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের পর যে অফিসারদের কলকাতা থেকে জেলায় ডেপুটেশনে পাঠানো হয়েছিল, তিনি ছিলেন তাঁদের মধ্যে অন্যতম।

জানা গিয়েছে, এদিন নর্থ পোর্ট থানার প্রাক্তন ওসি দেবশ্রী চট্টোপাধ্যায় শিলিগুড়ির ডাবগ্রাম থেকে বেহালার পর্ণশ্রীতে নিজের বাড়িতে ফিরছিলেন। ফেরার সময় দাদপুরের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।