একদিন আগেই করোনা ভাইরাস লকডাউনের তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, রেড জোনের কন্টেনমেন্ট এলাকার বাইরে রেড জোনগুলিতে একক মদের দোকান চালু করল দেশের সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্রের প্রিন্সিপল সেক্রেটারি ভূষণ গাগরানিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, “এমনকী, রেড জোন এলাকাগুলিতেও, একমাসেরও বেশি সময়ে, করোনা ছড়ায়নি। সেগুলি নন-কন্টেনমেন্ট জোন বলে ঘোষিত হয়েছে”। তিনি বলেন, “এই ধরণের কিছু নন- কন্টেনমেন্ট এলাকায় কিছু ছাড় হবে, যেখানে পোশাক, মদ, স্টেশনারি, এবং অন্যান্য সামগ্রির মতো কিছু অত্যাবশকীয় নয়, এমন পণ্য বিক্রি করা যাবে”।