রাম মন্দিরের ভূমি পুজোয় অংশগ্রহণ করতে পারবেন না মোদি, মোহন ভাগবৎ

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয় যেতে পারবেন না মোদি, ভাগবত,আদবানি সহ বিজেপির মুখরা।আগামী ৫আগস্ট রয়েছে রাম মন্দিরের ভুমিপূজা অনুষ্ঠান।আর এখানে ষাটোর্ধ্ব বিজেপি নেতাদের যেতে বারণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর।আর নিয়মের গেরোয় পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মোহন ভাগবত, আদবানি,মুরলী মোহন জোশিরা।যারা রামমন্দির আন্দোলনের প্রথমভাগ থেকে প্রথমসারিতে উপস্থিত ছিলেন

জুন মাসে ধর্মীয় স্থানে প্রবেশ করা নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে, কোভিড পরিস্থিতিতে ৬৫ বছরের ঊর্ধ্বে, ১০ বছরের নিচে, গর্ভবতী মহিলা এবং কোমর্বিড রোগীরা ধর্মীয় স্থানে প্রবেশ করতে পারবে না। দেশের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে এই নিয়মাবলী পালন করার নির্দেশিকা রয়েছে। চলতি সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জারি করা আনলক-৩ পর্যায়ের নিয়মাবলীতেও স্পষ্ট উল্লেখ রয়েছে, ৬৫’ঊর্ধ্বো ব্যক্তিদের কোনওভাবেই ধর্মীয় স্থানে যাওয়া তথা বাইরে বেরোনো নিষেধ।

এদিকে, ইতিমধ্যেই মন্দিরের এক সেবায়িত এবং ১৬ জন নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন।যদিও রাম মন্দিরের ভূমি পুজোয় সেই বিধিও খানিকটা লঙ্ঘন হ’তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ।এমতাবস্থায় খোদ দেশের প্রধানমন্ত্রী কি করবেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল