রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহের দায়িত্বে আরএসএস

রামমন্দির মামলা নিয়ে সুপ্রিমকোর্টের ঐতিহাসিক রায়ের পর দ্রুত মন্দির নির্মাণের কাজ শুরু হতেই অর্থ সংগ্রহের দায়িত্ব নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ । জানা গেছে আগামী জানুয়ারি মাসের ১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহ করবে সঙ্ঘের সদস্যরা। এজন একটি কমিটি তৈরি করেছে। সূত্রের খবর এই কমিটির দায়িত্বে রয়েছেন সঙ্ঘের নিষ্ঠাবান কর্মীরাই।

এদিন শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে সাধনকুমার পাল জানান রামমন্দির নির্মাণের ভূমি পূজন ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার মন্দির নির্মাণে এবং অর্থ সংগ্রহে দেশের মানুষকেও অংশগ্রহণ করা হচ্ছে। দেশের প্রায় কুড়ি কোটি মানুষের কাছে কুপন নিয়ে অর্থ সংগ্রহ করা হবে। এজন্য ১০ টাকা, ১০০ টাকা এবং ১০০০ টাকার কুপন ছাপা হয়েছে। এছাড়াও এর বেশি অর্থ কেউ দিতে চাইলে রশিদ কেটে নেওয়া হবে। জানা গেছে দেশের ভক্তকুল বহু মানুষের সাহায্য নিয়েই এই মন্দির নির্মাণ করা হবে।এজন্য সরকারের কাছ থেকে কোনো অনুদান নেবেনা ট্রাস্ট।