রাজ‍্য ফ্যাশন শো-তে তৃতীয় স্থান অর্জন করল জলপাইগুড়ির খুদে প্রতিযোগী

রাজ্যস্তরের একটি ফ্যাশন শোতে জেলার নাম উজ্জ্বল করল জলপাইগুড়ির এক খুদে প্রতিযোগী। জানা গেছে জলপাইগুড়ির ছার বছরের এক শিশু অন্বয়ী সাহা রাজ্য পর্যায়ের একটি ফ্যাশন শোতে তৃতীয় স্থান অর্জন করে ।

কলকাতায় আয়োজিত প্রতিযোগিতায় অন্বয়ী‌র এই অসাধারণ সাফল্যে খুশি তাঁর বাবা মা সহ স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি‌র স্থানীয় একটি সংস্থা থেকে মডেলিং ও ফ‍্যাশন শোয়ের প্রথম পাঠ শিখেছে অন্বয়ী । মাত্র চার বছর বয়সেই র‍্যাম্পে উঠে নিখুঁত ক‍্যাট‌ওয়াক করে সকলের নজর কেড়ে নেয় সে। জলপাইগুড়ি‌র স্থানীয় একটি নার্সারি স্কুলের ছাত্রী অন‍্যয়ী। তার বাবা জয়ন্ত সাহা ও মা সোমা সাহা মডেলিং ও ফ‍্যাশন শো নিয়ে মেয়েকে সবসময় উৎসাহ দিয়ে চলেছেন। অন‍্যয়ী‌র মা সোমা সাহা বলেন, জলপাইগুড়ি‌তে আয়োজিত ফ‍্যাশন শোয়ের একটি অডিশনে নির্বাচিত হয়ে কলকাতা‌য় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল মেয়ে। তারপর সেখানে তৃতীয় স্থান অর্জন করেছে সে। বলেন, পড়াশোনা‌র পাশাপাশি মেয়ে যাতে এধরণের প্রতিযোগিতায় আরও ভাল কিছু করতে পারে এজন্য আর‌ও উন্নত‌মানে‌র প্রশিক্ষণ দেওয়া‌র চেষ্টা করবেন তারা।