রাজ্যে ক্ষমতাদখলে বিশেষ টিম পাঠাচ্ছে অমিত শাহ

বিহার পর্ব শেষ । এবার বাংলা দখলের পালা আর তাই ক্ষমতা দখলে রাজ্যে সর্বশক্তি দিয়ে ঝাপাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এর জন্য পুরো রাজ্যকে কয়েকটি জোনে ভাগ করে সংগঠনকে আরও মজবুত করে নিতে চাইছে বিজেপি। সময়মতো বিধানসভা নির্বাচন হলে হাতে যে মাত্র বেশি সময় নেই সেই দিকে লক্ষ্য রেখেই বিজেপির মোটা ভাই অমিত শাহ-র নির্দেশে বিশেষ ভাবনা । দুষ্মন্ত গৌতম, হরিশ দ্বিবেদী, বিনোদ সোনকার,সুনীল দেওধরের মতো পোড়খাওয়া সংগঠককে এনে বিজেপির ভোট ব্যাংককে মজবুত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে এমনটাই খবর রাজনৈতিক মহলে।

লোকসভা ভোটে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে যে পরিমাণ ভোট পড়েছে সেই ভোটকে রেখে আরো জনমত কিভাবে বিজেপির ভিতকে শক্ত করতে পারে তানিয়ে এই ভাবনা কেন্দ্রের। এর জন্য কৈলাশ বিজয়বর্গী, অরবিন্দ মেনন এর উপরই ভরসা রাখতে পারছেন না হাইকমান্ড। রাজ্যে বিজেপির ক্ষমতায় আসতে হলে যে আগের ভোট শতাংশ দিয়েই হবে না বা বাংলার বিজেপি নেতৃত্ব এর উপর ভরসা না করেই নিজহাতে এই এই চ্যালেঞ্জ নিচ্ছে বিজেপির চাণক্য। আগামী মাসেই স্বরাষ্ট্রমন্ত্রী এরজন্য রাজ্যে ঘাঁটি গাড়ছেন বলে সূত্রের খবর।