রাজ্যের হয়ে বলারই সুযোগ নেই, মোদীর বৈঠকে থাকবেন না মমতা!

করোনা পরিস্থিতি নিয়ে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসলেও সেখানে খুব কম কথা বলারই সুযোগ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভও ব্যক্ত করেছিলেন তিনি। শুধু তাই নয়, বেশ বৈঠক এড়িয়ে যাওয়ার বিষয়ও ঘটেছে। এমন পরিস্থিতিতে আবার সামনে এসেছে মঙ্গল ও বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আবার যে বৈঠক করছেন মোদী, তাতে বক্তা তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতে আবারও কড়া অবস্থানই নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রের খবর, বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিয়ো কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন না। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে না দেওয়ায় কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভিডিয়ো কনফারেন্সে থাকবেন মুখ্যসচিব ও রাজ্যের অফিসাররা। তবে তাঁরা নীরব দর্শকের ভূমিকাই পালন করবেন।