আকাশ ইনস্টিটিউটের ছাত্রী শ্রীমন্তি দে কলকাতাকে গর্বিত করে জেইই মেইনস ২০২০ পরীক্ষায় গার্লস ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে। ৯৯.৯৯ পার্সেন্টাইল প্রাপ্ত শ্রীমন্তির অল ইন্ডিয়া র্যাংক ১৩১। শ্রীমন্তি তার নজরকাড়া সাফল্যর জন্য কঠোর পরিশ্রম ও আকাশ আইআইটি-জেইই ইনস্ট্রাক্টরদের এক্সেলেন্ট কোচিংয়ের কথা উল্লেখ করেছে। এই মানের কোচিং বিশ্বের কঠিনতম।
শ্রীমন্তিকে অভিনন্দন জানিয়েছেন আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর ও সিইও আকাশ চৌধুরি। তিনি শ্রীমন্তির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, কঠিন জেইই মেইনস এন্ট্রান্স পরীক্ষায় চমকপ্রদ সাফল্য দেখিয়ে শ্রীমন্তি তাদের গর্বিত করেছে। এই সাফল্যের পিছনে রয়েছে শ্রীমন্তির কঠোর পরিশ্রম, তার অভিভাবকদের উৎসাহ প্রদান ও ইনস্ট্রাকটরদের সহযোগিতা, যারা তাকে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন। তিনি জানান, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে আকাশের ‘টেস্ট প্রিপারেশন’ সুবিদিত।