রাজ্যপালের দিল্লি সফর ঘিরে জল্পনা উঠলো তুঙ্গে

শুরু হয়েছে জল্পনা। দলবদল নিয়ে সড়গরম রাজ্য-রাজনীতি। রাজ্যের আইন-শৃঙ্খলা ও দলবদল নিয়ে গতকালই শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজভবনে বৈঠক করেছিলেন তিনি৷ বিধানসভা থেকে পায়ে হেঁটে ৫০ জন বিজেপি বিধায়ককে রাজভবনে নিয়ে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু অধিকারী। এর পরদিন আজ মঙ্গলবারই তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আগামী ১৮ জুন শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি৷ রাজ্যপালের তরফে মঙ্গলবার এক টুইটবার্তায় জানানো হয়েছে যে, আজই বিকেলে দিল্লি যাবেন তিনি। দিল্লিতে একাধিক বৈঠক রয়েছে তাঁর৷ ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বরাবরই সরব রাজ্যপাল৷ উল্লেখ্য, মুকুল রায়ের তৃণমূলে ফেরার পরই দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা নিয়ে উঠেপড়ে লেগেছেন শুভেন্দু অধিকারী।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধনখড়ের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে রাজ্যপালের এই রাজধানী সফরের কারণ কী? তা স্পষ্ট করা হয়নি। জানা গিয়েছে, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল। সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দেরও। ধনকড়ের সঙ্গে কথা হতে পারে প্রধানমন্ত্রী মোদীর।

২০১৯ সালের জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে রয়েছেন জগদীপ ধনকড়। শুরু থেকেই মমতা সরকারের নানা সিদ্ধান্তের বিরোধীতায় সরব হয়েছেন তিনি।উল্লেখ্য, রাজ্য-রাজ্যপালের সম্পর্ক কোনওদিনই সুমধুর নয়। একাধিকবার প্রকাশ্যে রাজ্যের নীতির বিরোধিতায় সুর চড়িয়েছেন ধনকড়।