রাজীব মসান্দকে ডেকে পাঠালো মুম্বই পুলিশ

এবার পুলিশি জেরার মুখে  সাংবাদিক তথা ফিল্ম সমালোচক রাজীব মসান্দ। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের জিজ্ঞসাবাদ করা হবে এই জনপ্রিয় ফিল্ম সমালোচকে। সুশান্তকে নিয়ে লেখা ব্লাইন্ড আইটেমস- এর সুবাদে আগেও বহুবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজীব মসান্দের নাম।  বেশ কিছু  বলিউড ব্যক্তিত্বের প্ররোচণাতেই সুশান্তের কেরিয়ার বরবাদ করতে এমনটা করেছেন মসান্দ বলে অভিযোগ।

রাজীব মসান্দ তাঁর ব্লাইন্ড আইটেমসের মাধ্যমে সুশান্তের চরিত্র হনন করবার চেষ্টা করেছেন বারবার, অভিযোগ অভিনেতার ভক্তদের। সুশান্তের উপর লাগানো মিটুর অভিযোগ সহ রাজীবের লেখা একাধিক ব্লাইন্ড আইটেমস ভাইরাল হয়ে যায় সুশান্তের মৃত্যুর পর।

সুশান্তের এক সময়ের চর্চিত বান্ধবী কৃতী শ্যানন পর্যন্ত ইনস্টা পোস্টে লেখেন, কারুর নাম না নিলেও অবিলম্বে সাংবাদিকদের লেখা ব্লাইন্ড আইটেমসে প্রতিবন্ধকতা লাগানো উচিত।  একদিকে সুশান্তের মামলার তদন্তে প্রায় ৩৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ, অন্যদিকে এই মামলা দ্রুত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন সুশান্ত অনুরাগীরা।