নিজস্ব সংবাদদাতা: নিখোঁজ রাজীব কুমারকে খুঁজে বের করতে এ বার বিশেষ দল গঠন করল সিবিআই আর এই বিশেষ দলে দিল্লি ও উত্তরপ্রদেশের বিশিষ্ঠ অফিসাররা রয়েছেন। তাঁরা কলকাতায় এসে রাজীব কুমারের তদন্তে যোগ দেবেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতায় এসে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ দল। দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে ১৪ জন সিবিআই অফিসার এই দলে আছেন। থাকবেন রাজ্যের আধিকারিকরাও। এই দলে থাকবে এসপি পদমর্যাদার দুই অফিসার। থাকছেন এএসপি ও ডিএসপি পদমর্যাদার অফিসারও। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব ইতোমধ্যেই পৌঁছে গিয়েছেন সিজিও অফিসে। এ দিকে, ডিজিকে লেখা চিঠির উত্তর সিবিআই পেয়েছে বলে খবর। সেই চিঠিতে বলা হয়েছে, ছুটিতে থাকাকালীন পার্ক স্ট্রিটে থাকবেন বলে উল্লেখ করেছিলেন রাজীব কুমার।
আলিপুরদুয়ার, আসাম, উত্তর দিনাজপুর, উত্তর পূর্ব, উত্তরবঙ্গ, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, দেশ, বিদেশ, মালদা, রাজ্য, শিলিগুড়ি, সিকিম