রাজগঞ্জ ব্লকেও হবে রাম মন্দির !

অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর পাশাপাশি একই দিনে রাজগঞ্জ ব্লকেও রাম মন্দিরের শিলান্যাস হল।অযোধ্যাতে রামমন্দিরের যেদিন পুজো শুরু হবে একইদিন থেকে এখানেও নির্মাণ ও পূজার্চনা শুরু হবে বলে জানা গিয়েছে।


জানা গেছে আজকের দিনটি স্মরণে রাখতে এবং এলাকার রামভক্ত মানুষের উৎসাহে রাজগঞ্জের মগরাডাঙ্গীতে ও রাম মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান করা হলো বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস ও বিজেপির নেতা কর্মীরা