রহস্যজনক ভাবে খুন যুবক, গ্রেপ্তার দুই

রহস্যজনক ভাবে খুন হলো বছর পঁয়তাল্লিশের এক যুবক। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর এলাকায়। জানা গেছে সোমবার এক বিধবা মহিলার ঘর থেকে মঙ্গল মার্ডি নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।

সূত্রের খবর , মনজিলা নামে এক বিধবা মহিলার ঘরে হঠাৎই রাতের অন্ধকারে ঢুকে পড়ে ওই যুবক। বিধবা মহিলাটা প্রাণ বাঁচানোর চেষ্টায় ঘরে থাকা অস্ত্র দিয়ে মাথায় চোট মারলে যুবকটি মেঝেতে লুটিয়ে পড়ে। ঘটনায় পুলিশ এসে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কিভাবে লোকটি ওই বিধবা মহিলাটির ঘরে ঢুকে পড়ল, যুবকটির সঙ্গে মহিলাটির প্রণয় সম্বন্ধ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। মহিলাটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে খবর। এর পাশাপাশি পুলিশ সন্দেহজনক ভাবে আরো একজনকে আটক করেছে।