সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে। যাদবপুর কাণ্ডের এই ঘটনায় তোলপাড় রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা, ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে তেতে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি।
খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এমতাবস্থায় বিশেষ বৈঠক ডাকলেন রাজ্যের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির জেরে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
এই ঘটনায় উপাচার্যের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। সেই রিপোর্ট পেয়ে গিয়েছেন তিনি। একটি বিশেষ তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। জরুরি ভিত্তিতে অন্যান্য উপাচার্যদেরও ডাকা হয়েছে। যদিও এই বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।