রক্ষা নেই মুখ্যমন্ত্রীদেরও

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। দেশে আক্রান্ত হচ্ছেন একের পর এক। প্রতিটি রাজ্যে ছেয়ে গিয়েছে এই সংক্রমণ। এবার রাজস্থানেও জাঁকিয়ে বসেছে করোনাভাইরাস। এবার করোনায় আক্রান্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আইসোলেশনে গেলেন তিনি। বাড়িতেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। সেখান থেকেই রাজ্যের কাজ তিনি করবেন বলে জানিয়ে দিয়েছেন।