যেখানে, করোনার গ্ৰাফ উর্ধমুখী সেখানে, আলিপুর জেলায় ভ‍্যাকসিন নেই

করোনার গ্ৰাফ ক্রমশ উর্ধমুখী । প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ‍্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই সময় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন হাসপাতালে যেখানে কোভিড টীকাকরণ ও কোভিড পরীক্ষা করা হয় সেখানে লক্ষ‍্য করা গেল ভিন্ন চিত্র । জেলায় নেই ভ‍্যাকসিন আর কোভিড ভ‍্যাকসিন স্টক না থাকার দরুন জেলার বিভিন্ন এলাকায় বন্ধ রাখা হয়েছে ভ‍্যাকসিন দেওয়ার কাজ । এছাড়া আজ নববর্ষ এজন্য জেলার বিভিন্ন এলাকায় যেখানে কোভিড নমুনা সংগ্রহ হত , পরীক্ষা হত সেখানে আজ পরীক্ষা ও হচ্ছেনা । অনেক মানুষ পরীক্ষা করতে এসে ঘুরে যাচ্ছে অনেক জনগণ ভ‍্যাকসিন নিতে এসে ঘুরে যাচ্ছে আলিপুরদুয়ার জেলা জুড়ে সর্বত্র এই চিত্র উঠে এল । এদিন কালচিনি উত্তর লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে অনেক জনগণ ভ‍্যাকসিন ও কোভিড পরীক্ষা করতে এসে ঘুরে চলে গেছে।
এই বিষয়ে ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক সুভাষ কুমার কর্মকার জানান জেলায় ভ‍্যাকসিন নেই এজন‍্য ভ‍্যাকসিন দেওয়ার কাজ বন্ধ আছে আশাকরছি এক দুদিনের মধ‍্য স্টক এসে পড়বে এবং পূনরায় ভ‍্যাকসিন প্রদান শুরু হবে ।