যদি মৃত্যুকে ভালবাসতে

সায়ানাইড-এর প্যাকেট যেন অমৃতসম
অবসাদ বেষ্টিত জীবনের একরাশ চাহিদা
কবরেই ভালোবাসা বৃথা এ’জন্ম
যদি মৃত্যুকে ভালোবাসতে।

ভাতকে নয় জাতকে তখন বাসতে ভালো
ফ্যাসিবাদের করতে পদচুম্বন,
আলোকে লাগত অন্ধকার অন্ধকারকে আলো

যদি মৃত্যুকে ভালবাসতে,

এক ঝাঁক চিন্তার বোঝে নুইয়ে পড়তে
ধর্ষণ, আর্তনাদ, এফআইআর
পুলিশের খাতা থেকে সেই ছিঁড়ে যাওয়া এফআইআরের পাতা
তোমায় দিত উষ্ণতা

যদি মৃত্যু কে ভালবাসতে

কুয়াশাচ্ছন্ন পরিবেশে যখন দেখতে এক চিলতে রোদ
আর্তনাদে লুটিয়ে পড়তে
মৃদু উষ্ণতায় তোমার দেহ হয়ে উঠতো ক্ষতবিক্ষত

যদি মৃত্যুকে ভালবাসতে

মৃত্যুর পরে আত্মা যখন খুশিতে লুটিয়ে পড়বে পেলভ ঘাসের চাদরে,
পরজন্মে দুশ্চিন্তায় আঁতকে উঠবে,
পুনরায় প্রবেশ করতে চাইতে অর্ধদগ্ধ দেহের ভেতর।

যদি মৃত্যুকে ভালবাসতে।