ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ম্যাক্স লাইফ) তাদের ফ্ল্যাগশিপ সার্ভে ‘ম্যাক্স লাইফ ইন্ডিয়া প্রোটেকশন কোশেন্ট-এক্সপ্রেস’-এর (আইপিকিউ এক্সপ্রেস) কোভিড-১৯ সংস্করনের মাধ্যমে প্রাপ্ত তথ্যাবলী প্রকাশ করল। এই সমীক্ষায় উঠে এসেছে কোভিড-১৯ চলাকালীন ডিজিটালি স্যাভি ভারতীয়রা নিজেদের কতটা সুরক্ষিত ভাবেন বিভিন্ন বিষয়ে, যেমন ফিনান্সিয়াল সিকিউরিটি, সেভিংস ও ইনভেস্টমেন্ট, মেডিক্যাল প্রিপেয়ার্ডনেস, কী অ্যাংজাইটিস এবং বৃদ্ধিশীল ডিজিটাল ওয়ার্ল্ডে গ্রহণযোগ্যতা।
সমীক্ষার ফলাফলে জানা গিয়েছে, কোভিড-১৯ চলাকালীন পূর্বভারতের ডিজিটালি স্যাভি শহুরে নাগরিকদের ক্ষেত্রে প্রোটেকশন কোশেন্ট ৪৬, যা জাতীয় গড় ৪৫ থেকে এক পয়েন্ট বেশি। দক্ষিণ ও উত্তর ভারতে লাইফ ইন্স্যুরেন্স ওনারশিপ সর্বোচ্চ (৭৮%) এবং পূর্ব ভারতে তা ৭৭% ও পশ্চিমাঞ্চলে ৭৩%। পূর্বাঞ্চলে লাইফ ইন্স্যুরেন্স নলেজ ইনডেক্স ৬৭, যা উত্তর (৬৬) ও পশ্চিম (৬৩) থেকে বেশি। এব্যাপারে দক্ষিণাঞ্চল এগিয়ে – ৬৮%। এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে, সঞ্চয়ের ব্যাপারে মানুষের মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে। পরিবারের কারও কোভিড-১৯ সংক্রমণ ঘটলে তার চিকিৎসার জন্য পূর্ব ভারতে সঞ্চয়ে গুরুত্ব দিচ্ছেন ৫৬ শতাংশ মানুষ। এর পরের স্থান ক্রিটিক্যাল মেডিক্যাল এমার্জেন্সি, যাকে প্রাধান্য দিয়েছেন ৫১ শতাংশ উত্তরদাতা।