মোটোরোলার মোটো ই৭ পাওয়ার

মোটোরোলার জনপ্রিয় ই-সিরিজে নতুন সংযোজন হিসেবে এল মোটো ই৭ পাওয়ার। এই স্মার্টফোনটি ১০০ শতাংশ ‘মেড ইন ইন্ডিয়া’।

নতুন মোটো ই৭ পাওয়ারে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি (যা একবারের চার্জে চলবে অন্তত ২ দিন), ৪জিবি/২জিবি র‍্যাম, মিডিয়াটেক হেলিও জি২০ অক্টা-কোর প্রসেসর, ৬৪জিবি/৩২জিবি বিল্ট-ইন স্টোরেজ (যা ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে), ৬.৬” ম্যাক্স ভিশন এইচডি+ ডিসপ্লে, ২এক্স২ এমআইএমও টেকনোলজি, ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট রিডার, অ্যান্ড্রয়েড ওএস, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল লেন্স-সহ স্মার্ট ক্যামেরা।

মোটো ই৭ পাওয়া যাবে দুইটি কলারে – তাহিতি ব্লু ও কোরাল রেড। ২৬ ফেব্রুয়ারি থেকে ফোনটি শুধু ফ্লিপকার্ট ও অগ্রণী রিটেল স্টোরসমূহে পাওয়া যাবে। মোটো ই৭-এর দাম ৮২৯৯ টাকা (৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ) ও ৭৪৯৯ টাকা (২জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ)।