মেঘাপ্লুত

চোরকাঁটায় ভরা টিলা, মাথায় নিঃসঙ্গ চা-দোকান

নিচ থেকে মনে হয় আকাশে আঠা দিয়ে সাঁটানো;

প্রদক্ষিণরত চিল,—মন্থর বড়—কীসের টান

ওই মহাশূন্যে জমা!— কে জানে কেন ডানা কাঁপানো

টিলাটি বিশুষ্ক যেন দেশ বিদেশের সব মেঘ

জল-নির্বাচনপ্রীতি কোনও এক অজ্ঞাত কারণে

প্রত্যাহার করে নিয়ে পায়ে জুতে দিয়েছিল বেগ

মরচে রঙের চোরকাঁটা অতিপ্রজ বৃষ্টির বারণে

কষ্টসহিষ্ণু মূলের ঝোপ, আকন্দভাঁটের বন

লুকিয়ে রেখেছে বুঝি কোনও অল্পখ্যাত শুঁড়িপথ

গতায়াত পরিপন্থী নয়এমন কাদের মন

টিলাশীর্ষকামী হয়— ভাবি— চাপে প্রিয় সঙ্গ-রথ

আকাশের বেঞ্চি পাতা, বসে আছে নীলাভ সময়

মেঘাপ্লুত কারা যেন বর্ধিত মেদ করেছে ক্ষয়…

————————————————– স্বপ্ননীল রুদ্র