মৃত্যুর পরেও সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার! রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা কান্ডে নয়া মোড় নিল। জানা গিয়েছে মৃত্যর পরেও সুশান্তের একাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন সুশান্তের বাবা।আর এই অভিযোগের তির সুশান্তেত বান্ধবীর দিকে। এই ঘটনায় দ্রুত রিয়া চক্রবর্তী কে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করতে পারে পুলিশ