দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। চালের থেকে সবজির দাম বেশি। একদিকে করোনায় সাধারণ মানুষের আর্থিক অবস্থা যখন নাকাল সেসময় জিনিসপত্রের এ আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে সমস্যায় আমজনতা। কিন্তু সেদিকে নজর নেই টাস্ক ফোর্স বা প্রশাসনের। এরই প্রতিবাদে আলিপুরদুয়ার যুব কংগ্রেসের কর্মীরা এদিন কলেজহল্টে প্রতিবাদ বিক্ষোভ দেখায়।
সূত্রের খবর সবজির মালা পড়ে বিক্ষোভে শামিল হয় কর্মীরা ।জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু ভৌমিক বলেন,জিনিসপত্রের দাম বাড়ছে।অথচ প্রশাসনের সেদিকে কোনো নজর নেই। তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ।