মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের

করোনায় নমুনা পরীক্ষা আর তথ্যের আদান-প্রদানে অসঙ্গতি নিয়ে উদ্বেগ প্রকাশ চিকিৎসকদের। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন অ-আবাসিক স্বাস্থ্যকর্মীদের একটা দল। সেই চিঠিতে তাঁদের দাবি, “অত্যন্ত কম হারে রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে। ভারতের বিচারে এই হার উদ্বেগজনক, কিন্তু রাজ্যে নিরিখে তা আশঙ্কাজনক।” পাশাপাশি সংক্রমণ পরিসংখ্যান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। নিজেদের ফিজিশিয়ান, স্বাস্থ্য বিজ্ঞানী ও চিকিৎসা-কর্মী দাবি করে স্বাক্ষর সম্বলিত ওই চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। সেই চিঠিতে মূল যে দুটি বিষয় তুলে ধরা হয়েছে, তার মধ্যে ১)– নিম্ন হারে নমুনা পরীক্ষা। আর ২)– সংক্রমণে মৃতের সংখ্যার হেরফের। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার একটা প্রতিবেদন উল্লেখ করে সেই চিকিৎসক সংগঠনের দাবি, “রাজ্যে প্রতি লক্ষে মাত্র ৩৩.৭ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। যেখানে গোটা দেশে সংখ্যাটা ১৫৭ প্রতি লক্ষ। যদিও রাজ্যের পরিকাঠামো বিচারে দিনপিছু ১০০০ জনের নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে।”